ময়না (২)
মোঃ আব্দুল মান্নান
জানি তুমি ভুলে গেছো আমায়।
আমি আজোও ভুলিনি তোমায়।
কি করে ভুলবো তোমায়।
তুমি আছো হৃদয়ে আমার।
আমি আমাকে ভুলে যেতে পারি।
শুধু পারবোনা ভুলে যেতে তোমায়।
শুধু পারবো তোমায় সারা জীবন ধরে ভালবাসতে।আমি এখনো তোমায় খুব বেশি মিস করি।
জানি আমাকে মিস করার সময় হয় তো তোমার নেই।
মোঃ আব্দুল মান্নান
জানি তুমি ভুলে গেছো আমায়।
আমি আজোও ভুলিনি তোমায়।
কি করে ভুলবো তোমায়।
তুমি আছো হৃদয়ে আমার।
আমি আমাকে ভুলে যেতে পারি।
শুধু পারবোনা ভুলে যেতে তোমায়।
শুধু পারবো তোমায় সারা জীবন ধরে ভালবাসতে।আমি এখনো তোমায় খুব বেশি মিস করি।
জানি আমাকে মিস করার সময় হয় তো তোমার নেই।
Comments
Post a Comment