আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ﺑِﺴْﻢِ ﺍﻟﻠَّﻪِ ﺍﻟﺮَّﺣْﻤَٰﻦِ ﺍﻟﺮَّﺣِﻴﻢِ প্রথমে শুকরিয়া আদায় করে নিচ্ছি মহান আল্লাহর দরবারে,যিনি আমাকে এই ছাত্রাবাসে ১৯ বছর চাকুরী করার সুযোগ করে দিয়েছেন এবং ২০ বছরে পদার্পণ করার তৌফিক দান করেছেন।আলহামদুলিল্লাহ। কৃতজ্ঞতা প্রকাশ করছি,সেই সময়ের হোস্টেল সুপার স্যার ও সকল ছাত্রদের।যারা আমাকে ছাত্রাবাসে রাখার পক্ষে মত দিয়েছেন।হোস্টেল জীবন সত্যিই একটা অন্য রকম জীবন।প্রথম সিলেট আসি তখন ১০০ টাকা নিয়ে বাড়ি থেকে আসছিলাম।তখন সুনামগঞ্জ টু সিলেট বাস ভাড়া ছিল ৩৫ টাকা।মা-বাবা,ভাই-বোন,আত্মীয় -স্বজন ও আমার প্রিয়তমা আয়েশা আক্তার কে রেখে আসতে কতটা কষ্ট লেগেছিলো তা ভাষা দিয়ে প্রকাশ করা সম্ভাব না।Abdul Kuddus ভাইয়ের মাধ্যমে ছাত্রাবাসে আসি। ছাত্রজীবন নিয়ে কিছু কথা-- ছাত্রজীবন তো অনেক অনেক মধুর।হ্যা,এই জীবনেই ধরা দেয় অনাত্মীয়,রক্তের সম্পর্কহীন কিছু মানুষ।যাদের সাথে রক্তের বাঁধন নয়,গড়ে উঠে আত্মার বন্ধন।আর এই নির্লোভ,নিঃস্বার্থ সম্পর্কে গড়ার উপযুক্ত সময় মনে হয় শৈশব,কৈশোর ও স্কুল জীবন।এরপর কলেজ বিশ্ববিদ্যালয়,দিনে দিনে বন্ধুত্ব বড় হতে থাকে।এক পর্যায়ে অনেক বন্ধুর দ...
Comments
Post a Comment