আসন্ন ইউপি নির্বাচনে সুনামগঞ্জ সদর উপজেলা ১নং জাহাঙ্গীর নগর ইউনিয়ন পরিষদ নির্বাচনে সুনামগঞ্জ জেলা জাতীয় শ্রমিক লীগের সহ সভাপতি সাবেক ছাত্রলীগ নেতা মোঃ আবু হানিফ চেয়ারম্যান প্রার্থী হিসেবে আজ বিকেলে বাংলাদেশ আওয়ামীলীগ কেন্দ্রীয় কমিটির নির্বাচনী মনোনয়ন পত্র বোর্ডে নৌকার মনোনয়ন পত্র জমা দেন। উল্লেখ্য মোঃ আবু হানিফ দীর্ঘ যাবৎ ১নং জাহাঙ্গীর নগর ইউনিয়নবাসীর পাশে থেকে মানব কল্যাণে কাজ করে যাচ্ছেন।
আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ﺑِﺴْﻢِ ﺍﻟﻠَّﻪِ ﺍﻟﺮَّﺣْﻤَٰﻦِ ﺍﻟﺮَّﺣِﻴﻢِ প্রথমে শুকরিয়া আদায় করে নিচ্ছি মহান আল্লাহর দরবারে,যিনি আমাকে এই ছাত্রাবাসে ১৯ বছর চাকুরী করার সুযোগ করে দিয়েছেন এবং ২০ বছরে পদার্পণ করার তৌফিক দান করেছেন।আলহামদুলিল্লাহ। কৃতজ্ঞতা প্রকাশ করছি,সেই সময়ের হোস্টেল সুপার স্যার ও সকল ছাত্রদের।যারা আমাকে ছাত্রাবাসে রাখার পক্ষে মত দিয়েছেন।হোস্টেল জীবন সত্যিই একটা অন্য রকম জীবন।প্রথম সিলেট আসি তখন ১০০ টাকা নিয়ে বাড়ি থেকে আসছিলাম।তখন সুনামগঞ্জ টু সিলেট বাস ভাড়া ছিল ৩৫ টাকা।মা-বাবা,ভাই-বোন,আত্মীয় -স্বজন ও আমার প্রিয়তমা আয়েশা আক্তার কে রেখে আসতে কতটা কষ্ট লেগেছিলো তা ভাষা দিয়ে প্রকাশ করা সম্ভাব না।Abdul Kuddus ভাইয়ের মাধ্যমে ছাত্রাবাসে আসি। ছাত্রজীবন নিয়ে কিছু কথা-- ছাত্রজীবন তো অনেক অনেক মধুর।হ্যা,এই জীবনেই ধরা দেয় অনাত্মীয়,রক্তের সম্পর্কহীন কিছু মানুষ।যাদের সাথে রক্তের বাঁধন নয়,গড়ে উঠে আত্মার বন্ধন।আর এই নির্লোভ,নিঃস্বার্থ সম্পর্কে গড়ার উপযুক্ত সময় মনে হয় শৈশব,কৈশোর ও স্কুল জীবন।এরপর কলেজ বিশ্ববিদ্যালয়,দিনে দিনে বন্ধুত্ব বড় হতে থাকে।এক পর্যায়ে অনেক বন্ধুর দ...
ﺑِﺴْﻢِ ﺍﻟﻠَّﻪِ ﺍﻟﺮَّﺣْﻤَٰﻦِ ﺍﻟﺮَّﺣِﻴﻢِ আল্লাহর কাছে লক্ষ কোটি শুকরিয়া।আজ আমাদের ১৫ বছর পূর্ণ হল বিবাহর।আমাদের ১৫ তম বিবাহবার্ষিকী ও ২২ বছরের সম্পর্ক।আমাদের ভালবাসাটা শুরু হয় সেই ছোট্টবেলা থেকেই।আজকের এই দিন আমার কাছে সবচেয়ে প্রিয় দিন।আমাদের বিশুদ্ধ ভালোবাসার আনন্দ এবং বেদনার স্মৃতিগুলো,আমাদের ভালোবাসাকে অনুরক্ত ও সমৃদ্ধ করেছে।আমার জীবনে এই দিনটা অতি মূল্যবান,যা আমি গভীরভাবে মূল্যায়ন করি।শুধু তোমার জন্য আয়েশা। আর এক নিদর্শন এই যে, তিনি তোমাদের জন্যে তোমাদের মধ্যে থেকে তোমাদের সংগিনীদের সৃষ্টি করেছেন, যাতে তোমরা তাদের কাছে শান্তিতে থাক এবং তিনি তোমাদের মধ্যে পারস্পরিক সম্প্রীতি ও দয়া সৃষ্টি করেছেন।’ (সূরা রুম : আয়াত ২১ ‘তারা (স্ত্রীগণ) তোমাদের পোশাক এবং তোমরা (স্বামীগণ) তাদের পোশাকস্বরূপ`। (সূরা বাকারা : আয়াত ১৮৭) ‘হে যুব সম্প্রদায়! তোমাদের মধ্যে যারাই স্ত্রীর অধিকার আদায়ে সামর্থ্য রাখে, তারা যেন অবশ্যই বিয়ে বন্ধনে আবদ্ধ হয়।’ (বুখারি) "বিশ্বে যা কিছু সৃষ্টি চির কল্যাণ কর অর্ধেক তার করিয়াছে নারী অর্ধেক তার নর" কাজী নজরুল ইসলাম। তোমারেই যেন ভাল...
Comments
Post a Comment