ময়না (৩) মোঃ আব্দুল মান্নান আমি তোমাকে অনেক বার হাত জোর করে অনুরোধ করে বলেছিলাম, যে তুমি আমাকে ছেড়ে দূরে না চলে যাও।কিন্তু তুমি আমার কোন অনুরোধ রাখনি।তুমি শুধু আমাকে কষ্টই দিয়েছো।তারপরও আমি তোমাকে সেই আগের মতোই ভালবাসি।আর তুমি দোয়া করিও সারা জীবন যেনো তোমাকে ভালবেসে যেতে পারি।আই লাভ ইউ।
Posts
Showing posts from January, 2020
- Get link
- X
- Other Apps
ময়না (১) মোঃ আব্দুল মান্নান (মান্না) আমি জানি তোমার এখন আর আমাকে মনে করার সময় নেই।তুমি তো এখন অনেক ব্যস্ত আছো তোমাকে নিয়ে।এই দিকে আমি হাজার ব্যস্ততার মাঝেও তোমাকে মনে করি।এমন একটা মূহুর্ত্যে নাই যে তোমার কথা ভাবি না।আমি সব সময় তোমার কথা ভাবি।জানি আমি তোমাকে কাছে পাবো না।তার পরও কেনো তোমাকে ভুলতে পারিনা।আমি দোয়া করি তোমার জীবন সুখের হোক।