১৩ তম বিবাহবার্ষিকী ও ২০ বছরের সম্প। ক্যাপ্টেন মান্নান।
ﺑِﺴْﻢِ ﺍﻟﻠَّﻪِ ﺍﻟﺮَّﺣْﻤَٰﻦِ ﺍﻟﺮَّﺣِﻴﻢِ আল্লাহর কাছে লক্ষ কোটি শুকরিয়া।আজ আমাদের ১৩ বছর পূর্ণ হল বিবাহর।আমাদের ১৩ তম বিবাহবার্ষিকী ও ২০ বছরের সম্পর্ক।১৯৯৯ সালে আয়েশা যখন ৪র্থ শ্রেণীতে পড়তো,তখন আমি তার প্রেমে পরি।আমাদের ভালবাসাটা শুরু হয় সেই ছোট্টবেলা থেকেই।আজকের এই দিন আমার কাছে সবচেয়ে প্রিয় দিন।আমাদের বিশুদ্ধ ভালোবাসার আনন্দ এবং বেদনার স্মৃতিগুলো,আমাদের ভালোবাসাকে অনুরক্ত ও সমৃদ্ধ করেছে।আমার জীবনে এই দিনটা অতি মূল্যবান,যা আমি গভীরভাবে মূল্যায়ন করি।শুধু তোমার জন্য আয়েশা ।তোমারেই যেন ভালোবাসিয়াছি শত রুপে শত বার জনমে জনমে,যুগে যুগে অনিবার। চিরকাল ধরে মুগ্ধ হৃদয়ে গাঁথিয়াছি গীতহার।কত রূপ ধরে পরেছো গলায়,নিয়েছো সে উপহার,জনমে জনমে যুগে যুগে অনিবার।রবীন্দ্রনাথ ঠাকুর। কিশোর বেলা থেকে ভালোবাসি তোমাকে,আজোও ভালবাসি। আর যতদিন বাঁচবো শুধু তোমাকে ভালোবেসে যাবো।পৃথিবীতে সুখ বলে যদি কিছু থেকে থাকে তার নাম ভালবাসা তার নাম প্রেম।জ্বলে পুড়ে মরার মাঝে যদি কোন সুখ থাকে তার নাম ভালবাসা তার নাম প্রেম।শত জনমের স্বপ্ন তুমি আমার জীবনে এলে।কত সাধনায় এমন ভাগ্যে মিলে।দীর্ঘ ৭ বছর আমাদের সম্পর্ক ছিল...